Sunday, 6 November 2016

৯৫ শতাংশ অবসরপ্রাপ্ত সেনাকর্মী এক পদ এক পেনশনের সুবিধা পাচ্ছেন:

অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের ৯৫ শতাংশ ইতিমধ্যে এক পদ এক পেনশনের সুবিধা ভোগ করছেন। মাত্র ৫ শতাংশ অবসরপ্রাপ্ত কর্মী এখনও এই সুবিধার অন্তর্ভুক্ত হননি। কিন্তু সমস্যা মিটিয়ে আগামী দু’মাসের মধ্যে তাঁরাও এক পদ এক পেনশনের সুবিধা পাবেন। শনিবার এমনটাই দাবি করলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর।
হরিয়ানার প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যার ঘটনায় কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সঙ্গে বিরোধীদের যে চাপানউতোর শুরু হয়েছে। তার প্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। সেই সঙ্গে পারিক্করের আরও দাবি, তিনি অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন। অবসরপ্রাপ্ত জওয়ানরা জানিয়েছেন, এক পদ এক পেনশন চালু হওয়ায় তাঁরা খুশি।

এদিকে, যাঁদের এখনও এক পদ এক পেনশন চালু হয়নি, তার দায় ব্যাংকগুলির উপর চাপিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, ব্যাংকগুলি কিছু গাফিলতির জন্য এখনও সামান্য কয়েকজন এক পদ এক পেনশনের আওতাভুক্ত হতে পারেননি।

Friday, 4 November 2016

জিএসটি কার্যকর হবে চারটি স্তরে, সর্বোচ্চ কর চাপবে ২৮ শতাংশ, সর্বনিম্ন ৫ শতাংশ

 জিএসটি পরিষদের প্রথম দিনের বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানালেন, করের চারটি হার (৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ) ঠিক হয়েছে সর্বসম্মতিতে। জিএসটি চালু করার ফলে রাজ্যগুলির রাজস্বের ক্ষতি পূরণের জন্য কিছু পণ্যের উপর আপাতত সেসও বসানো হবে। তাঁর এবং মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যনের দাবি, এতে মূল্যবৃদ্ধির হার বেলাগাম হওয়ার আশঙ্কা কম। বরং জিনিসপত্রের দাম কিছুটা কমারই সম্ভাবনা।
এমনিতে যথাসময়ে জিএসটি চালুর এই চেষ্টাকে স্বাগত জানালেও, শিল্পের আর্জি, দীর্ঘ মেয়াদে এতগুলি হার না-রেখে, তা একটি-দু’টিতে নামিয়ে আনুক কেন্দ্র। শেষ পর্যন্ত কোন পণ্য কোন করের আওতায় পড়বে আর এখন বসানো সেস পরে ছেঁটে ফেলা যাবে কি না, তার উপর জিএসটি-র সাফল্য নির্ভর করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরাও।
গত মাসেও পরিষদের সুপারিশ ছিল, জিএসটি-র চারটি হার ৬, ১২, ১৮ ও ২৬ শতাংশ করার। কিন্তু রাজ্যগুলির অর্থমন্ত্রীদের সঙ্গে কথাবার্তার পরে এ দিন জেটলি জানান, বেশ কিছু অত্যাবশ্যক পণ্যে (মূলত খাদ্য) কর থাকছে না। অর্থাৎ সেখানে করের হার শূন্য শতাংশ। আমজনতা রোজকার জীবনে খুব বেশি ব্যবহার করে, এমন নানা পণ্যে কর বসবে ৫%। প্রাথমিক ভাবে কথা ছিল, মূল হার হবে একটিই, ১৮%। কিন্তু তার বদলে মূল হার ঠিক হয়েছে দু’টি— ১২% ও ১৮%। অধিকাংশ পণ্য এই মূল হারের আওতায় পড়বে। তাই, ১৮-র পাশাপাশি সেখানে ১২ শতাংশের দরজাও খোলা থাকায় জিনিসপত্রের দাম মাথা তোলার সম্ভাবনা কমবে বলে অর্থমন্ত্রীর দাবি। তিনি বলেন, তেল, সাবান, টুথপেস্টের মতো নিত্য ব্যবহারের সামগ্রীতেও এখন বেশি কর দিতে হয়। তা নামানো হবে ১৮ শতাংশে।
ফ্রিজ-টিভি-মাইক্রোওয়েভ আভেনের মতো বৈদ্যুতিন পণ্যে এখন উৎপাদন শুল্ক লাগে ১২.৫%। সঙ্গে যুক্তমূল্য কর (ভ্যাট) ১৪.৫%। মোট ২৭%। অন্যান্য সব কিছু মিলিয়ে তা ৩০-৩১ শতাংশে পৌঁছয়। জিএসটি জমানায় এই সমস্ত পণ্য পড়বে ২৮ শতাংশের বন্ধনীতে।
২৮ শতাংশের থেকেও বেশি ‘কর’ দিতে হবে দামি গাড়ির মতো বিলাসসামগ্রী ও সিগারেট-তামাক-পানমশলা-কোল্ড ড্রিঙ্কের মতো ক্ষতিকর পণ্যে। কারণ, সেখানে ২৮% করের উপরে আবার গুনতে হবে বাড়তি সেস। এখন ওই সমস্ত সামগ্রীতে যে হারে কর দিতে হয়, জিএসটি জমানায় তা অন্তত কমবে না বলে জানিয়েছেন জেটলি।
• চার হারে জিএসটি— ৫, ১২, ১৮, ২৮%
• খাদ্য-সহ কিছু পণ্যে কর বসছে না
• বেশি ব্যবহার হয় এমন পণ্যে কর ৫% 
• ফ্রিজ, টিভি-র মতো পণ্যে কর ২৮% 
• দামি গাড়ির মতো বিলাসসামগ্রী এবং সিগারেটের মতো ক্ষতিকর পণ্যে ২৮%-র উপরে বাড়তি সেস   
জিএসটি চালুর পরে প্রথম পাঁচ বছর রাজস্ব কমলে, রাজ্যগুলিকে তা পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। এই ক্ষতিপূরণ গুনতে প্রথম বছর লাগবে ৫০ হাজার কোটি। সেই টাকা জোগাড় করতেই এই সেস বসানোর সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি। প্রতি বছর এই সেসের হার পুর্নবিবেচনা করা হবে। পাঁচ বছর পরে খতিয়ে দেখা হবে যে, তা আর জারি রাখা হবে কি না।
জিএসটি-র চূড়ান্ত হার প্রসঙ্গে এ দিন জেটলি বলেন, প্রাথমিক প্রস্তাব ছিল রোজকার জীবনে বহুল ব্যবহৃত পণ্যে করের হার ৬% রাখা। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে তা করা হয়েছে ৫%। তেমনই বিলাসসামগ্রী ও ক্ষতিকর পণ্যে বসা করের হার হওয়ার কথা ছিল ২৬%। তা হয়েছে ২৮%। তাঁর মতে, যাঁরা দামি, বিলাসবহুল গাড়ি চড়বেন, দু’পয়সা বাড়তি কর গুনতেও তাঁরা পিছপা হবেন না।
তবে এ দিনের বৈঠকেই যে সমস্ত বিষয় খোলসা হয়ে গিয়েছে, এমন নয়। যেমন, এখনও ঠিক হয়নি পরিষেবা করের হার। অর্থমন্ত্রীর আশা, তা একটিই হবে। রাজস্ব সচিব হাসমুখ অধিয়ার ইঙ্গিত, তা হতে পারে ১৮%। প্রাথমিক প্রস্তাবে সোনাকে বিশেষ পণ্য হিসেবে গণ্য করে তার উপর ৪% কর চাপানোর কথা বলা হয়েছিল। কিন্তু এ দিন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। জেটলি জানান, কোন পণ্যের উপর ঠিক কোন হারে কর বসবে, এ বার তা ঠিক করবেন সচিবরা। তার পর রাজস্ব আদায় কেমন হচ্ছে, তা আঁচ করে, সেই অনুযায়ী সোনার উপর করের হার ঠিক করা হবে।
কেন্দ্রের দাবি, এখনও পর্যন্ত যে ভাবে এগোনো গিয়েছে, তাতে আগে বেঁধে দেওয়া সময়ে (২০১৭ সালের ১ এপ্রিল) জিএসটি চালু করা সম্ভব। পা ফেলতে কোন পণ্যে কত কর বসবে, তা দ্রুত ঠিক করে ফেলতে চায় কেন্দ্র। তারপরে তা ফের যাবে পরিষদে।
জিএসটি তিন রকম:— (১) কেন্দ্রের বসানো (সিজিএসটি) (২) রাজ্যের বসানো (এসজিএসটি) (৩) ইন্টিগ্রেটেড বা সম্মিলিত (আইজিএসটি), যা সংগ্রহ করবে কেন্দ্র। পণ্য তৈরি ও কেনা-বেচা একটি রাজ্যের মধ্যেই হলে, বসবে সিজিএসটি ও এসজিএসটি। কিন্তু একাধিক রাজ্যে তা হলে, বসবে আইজিএসটি। কেন্দ্রের দাবি, এ দিন করের হার ঠিক হওয়ায় সিজিএসটি এবং আইজিএসটি সংক্রান্ত বিল এ মাসে সংসদে পেশ করার পথে আরও এক ধাপ এগোনো গেল। কেন্দ্র ও রাজ্য উভয়ের কর আদায়ের অধিকার (ডুয়াল কন্ট্রোল) নিয়েও আলোচনা হওয়ার কথা শুক্রবারের বৈঠকে।
দ্রুত জিএসটি চালুর জন্য কেন্দ্রের উদ্যোগের প্রশংসা করলেও, শিল্পমহল চায় দীর্ঘ মেয়াদে দু’টির বেশি হার না থাকুক। কিছু দিন আগে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমও কলকাতায় এসে বলেন, জিএসটি-র হার তিনটির বেশি হলে, হারিয়ে যাবে তা চালুর মূল উদ্দেশ্য। আদপে সেটি হবে ভ্যাট-এর পুরনো মদকেই নতুন বোতলে পোরার সামিল। জেটলির অবশ্য দাবি, এই চার হারকে সমর্থন জানিয়েছেন সব কংগ্রেসি মুখ্যমন্ত্রীই।
জিএসটি উদ্দেশ্য কর ব্যবস্থা সরল করা। সেখানে জিএসটি-র জন্য প্রতি রাজ্যে আলাদা নথিভুক্তি, নিয়ম মানা ও হিসেবের বাধ্যবাধকতা থাকলে, শিল্পের সমস্যা হবে বলে সিআইআই-এর আশঙ্কা।

Thursday, 3 November 2016

চা বিক্রি করেই বর্ষসেরা বিজনেস উওম্যান এই ভারতীয় তরুণী

পেশায় তিনি একজন আইনজীবী৷ কিন্তু ঠাকুরদার শেখানো চা খাওয়া তাঁর বড্ড পছন্দের৷ মশলা চা এবং আয়ুর্বেদিক চায়ে মজেই নেশাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন

Sunday, 30 October 2016

বৌদ্ধ ধর্ম প্রচার করতে রোবট বানিয়ে ফেলল চিন

বেজিং এর উপকন্ঠে একটি বৌদ্ধ মন্দিরে এমনই এক রোবট সন্ন্যাসীর দেখা মিলবে, যে মানুষকে ধর্মের নানা মৌলিক মতবাদ ব্যাখ্যা করবে। লংকুয়ান মন্দিরের এই রোবট

আজকের দিনে

১৮৮৭—শিশু সাহিত্যিক সুকুমার রায়ের জন্ম
১৯০১—কবি সুধীন্দ্রনাথ দত্তের জন্ম
১৯০৯—পরমাণু বিজ্ঞানী হোমি জাহাঙ্গির ভাবার জন্ম
১৯৬০—ফুটবলার দিয়েগো মারাদোনার জন্ম
১৯৯০—অভিনেতা বিনোদ মেহরার মৃত্যু

Wednesday, 26 October 2016

বারমুডা ট্রায়্যাঙ্গেল-এর রহস্য সমাধান করে ফেললেন বিজ্ঞানীরা?

অবশেষে কি সমাধান হল বারমুডা ট্রায়্যাঙ্গেলের রহস্যের? বারমুডা ট্রায়্যাঙ্গেল নিয়ে তৈরি নানা মিথের সদুত্তর কি এ বার পাওয়া যাবে? এই সব প্রশ্নের নয়া সমাধান দিচ্ছেন এক দল বিজ্ঞানী। উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশের

প্রয়াত এভারেস্ট জয়ী প্রথম মহিলা জুঙ্কো তাবেই

প্রয়াত মাউন্ট এভারেস্ট জয়ী বিশ্বের প্রথম মহিলা জুঙ্কো তাবেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। পরিবার সূত্রে খবর, চার বছর আগে তলপেটে ক্যানসার

বুকার পুরস্কার পেলেন মার্কিন লেখক পল বিটি

ম্যান বুকার পুরস্কার পেলেন মার্কিন সাহিত্যিক পল বিটি। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও লেখক হিসাবে তিনিই প্রথম এই পুরস্কার পেলেন। তাঁর চতুর্থ উপন্যাস ‘দ্য সেলআউট’-এর জন্য

Sunday, 9 October 2016

The former Australian spinner John Gleeson expired

অদ্ভুত অ্যাকশনের জন্য তাঁর নামটাই এক সময় হয়ে গিয়েছিল, ‘ফোল্ডেড ফিঙ্গার স্পিনার’। ডান হাতের মধ্যমা মুড়িয়ে নিয়ে গ্রিপ করতেন বল।

Friday, 7 October 2016

Nobel peace prize winner shimon peres passed away

৯৩ বছর বয়সে মস্তিষ্কে স্ট্রোকের ফলে মারা গিয়েছেন এক শান্তির নোবেলজয়ী। আর তার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে আর এক শান্তির নোবেলজয়ী বলছেন,

European Union in favor of india

রাশিয়া, আমেরিকার পর এ বার ভারতের পাশে ইউরোপীয় ইউনিয়নও

আমেরিকা, রাশিয়ার পর এ বার ইউরোপীয় ইউনিয়ন। ভারতের পালে বাতাসটা জোরালো হচ্ছে উত্তরোত্তর। উরি হামলা আর ভারতের ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর পর

Colombian president Juan Manuel Santos wins nobel peace prize

শান্তি চুক্তি সমর্থন করেননি দেশের মানুষ। কিন্তু শান্তি চুক্তির কারিগর হিসেবে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস। এবং আবারও নোবেলে শান্তি পুরস্কার নিয়ে প্রশ্ন উঠে গেল।

India to completely seal border with Pakistan by 2018

২০১৮-র মধ্যে ‘লেজার ওয়াল’ দিয়ে সিল হবে পাক-সীমান্ত

জঙ্গি অনুপ্রবেশ রুখতে ভারত-পাকিস্তান সীমান্ত সিল করার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্রমন্ত্রক৷ ইজরায়েল ও ফিলিপিন্স সীমান্তের মতো উঁচু দেওয়াল ও ‘লেজার ওয়াল’ দিয়ে ঘেরা হবে নিয়ন্ত্রণরেখা,

Indian origin school girl wins first prize at google science fair

গুগল বিজ্ঞান মেলায় সেরা হল ভারতীয় বংশোদ্ভূত খুদে বিজ্ঞানী


বিশ্বের দরবারে তাক লাগিয়ে দিলেন ভারতীয় বংশোদ্ভূত কিশোরী কিয়ারা নিরঘিন৷ মাত্র ১৬ বছর বয়সে খরা দূর করার উপায় খুঁজে বের করেছে এই খুদে বিজ্ঞানী৷ তার আবিষ্কারে দক্ষিণ আফ্রিকা খরা সমস্যা কাটিয়ে ফের সুজলা-সুফলা হয়ে উঠতে সফল হবে৷ কিয়ারার এই কীর্তির জন্য আমেরিকার গুগল বিজ্ঞান মেলায় ৫০ হাজার মার্কিন ডলার স্কলারশিপ পুরস্কার দেওয়া হল তাকে৷
দক্ষিণ আফ্রিকার একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির এই ছাত্রী মাটির জলরক্ষণ বিষয়ে একটি প্রজেক্ট তৈরি করেছে৷ কমলা লেবুর খোসা কাজে লাগিয়ে মাটির জল ধরে রাখার ক্ষমতা বৃদ্ধির উপায় বাতলেছে কিয়ারা৷ যার ফলে সবচেয়ে বেশি উপকৃত হবে কৃষকরা৷ বৃষ্টির অভাবে ফসল উৎপাদনে চরম ক্ষতি হয়৷ ফলে তাদের লোকসান তো হয়ই, সেই সঙ্গে বাজারেও শাক-সবজির হাহাকার দেখা দেয়৷ তবে এই আবিষ্কারের ফলে দেশের ৭৩ শতাংশ ফসল উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে৷ হিসাব করে দেখা যাচ্ছে, প্রতি মেট্রিক টনে লাভের অঙ্ক বেড়ে দাঁড়াবে ৩০ থেকে ৬০ মার্কিন ডলার৷
কিয়ারার ‘নো মোর থার্সটি ক্রপস’ প্রজেক্টটি প্রশংসা কুড়িয়েছে বিজ্ঞানীদের৷ কমলা লেবুর খোসা, যা সাধারণত ফেলেই দেওয়া হয়, প্রযুক্তিকে কাজে লাগিয়ে এত বড় সাফল্য মিলেছে৷ সেই কারণেই গুগল বিজ্ঞান মেলায় বাকি প্রতিযোগীদের পিছনে ফেলে সেরার শিরোপা উঠেছে ভারতীয় বংশোদ্ভূত কিশোরীর মাথাতেই৷ ১৩ থেকে ১৮ বছর বয়সিদের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে গুগল বিজ্ঞানমেলার আয়োজন করা হয়৷
৪৫ দিন পর্যবেক্ষণের পর সাফল্য পেয়েছে কিয়ারা৷ বিজ্ঞান মেলায় সেরা হওয়ার পর সে বলে, “রসায়নের প্রতি আমার চিরকালই একটু বেশি আগ্রহ৷ বিজ্ঞানী এম এস স্বামীনাথন আমার ছোটবেলার অনুপ্রেরণা৷ বড় হয়ে একজন সফল কৃষিবিজ্ঞানী হতে চাই৷

Yoshinori Ohsumi gets nobel prize in medicine

চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী সাফল্যের জন্য নোবেল পেলেন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি ওহসুমি৷ ১৯০৫ সাল থেকে ওহসুমির আগে ১০৬ জন চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন৷

3 Scientists won nobel prize in chemistry

ক্ষুদ্রাতিক্ষুদ্র যন্ত্রের আবিষ্কারের স্বপ্ন দেখিয়েছিলেন প্রখ্যাত পদার্থবিদ রিচার্ড ফিনম্যান৷ সে-ও প্রায় তিন দশক আগের কথা৷ অনেকেই একে কল্পবিজ্ঞানই ভেবেছিলেন সেই সময়৷ কিন্তু বিজ্ঞানের হাত ধরে সব কল্পনাই যেমন বাস্তব হয়েছে, সভ্যতার অগ্রগতি হয়েছে, এই ক্ষেত্রেও তেমনটাই হওয়ার ছিল৷ সেই আণবিক যন্ত্র এখন আর কল্পনার বস্তু নয়৷ ফিনম্যানের সোহাগের ‘ন্যানো প্রযুক্তির হাত ধরে আণবিক যন্ত্রের গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর রসায়নে নোবেল এল ফ্রান্সের জঁ পিয়ের সভেজ, ব্রিটেনের জে ফ্রাসের স্টোডডার্ট ও নেদারল্যান্ডের বার্নার্ড ফেরিঙ্গার হাতে৷
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স বুধবার পুরস্কার ঘোষণা করতে গিয়ে বলেছে, আণবিক যন্ত্র বা বিশ্বের ক্ষুদ্রতম যন্ত্রগুলি নতুন কোনও সরঞ্জাম তৈরিতে, সেন্সরের ক্ষেত্রে কিংবা শক্তি সংরক্ষণে ব্যবহৃত হতে পারে৷ ১৮৩০ সালে মোটর আবিষ্কার যে জায়গায় ছিল

Friday, 23 September 2016

Exam Oriented Current Affairs for all Exams 23rd September 2016

Exam Oriented Current Affairs for all Exams 23rd September 2016

Indian-Americans launch White House petition to declare Pak sponsor of terror.
It requires at least 1,00,000 signatures to qualify for a response from the Obama Administration. The Indian-American community in the US has launched a White House petition to designate Pakistan a state sponsor of terrorism, days after a bill in this regard was tabled in the US Congress by two powerful lawmakers. “This petition is important to the people of United States of America, India and many other countries which are continuously affected by Pakistan sponsored terrorism,” the petition started on 22nd September 2016. The move comes after Congressman Ted Poe, Chairman of the House Subcommittee on Terrorism, along with Congressman Dana Rohrabacher, introduced H R 6069, the Pakistan State Sponsor of Terrorism Designation Act in the House of Representatives.

Saturday, 17 September 2016

INS Mormugao

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারত তৈরি করল যুদ্ধজাহাজ আইএনএস মার্মাগাঁও।
বিশ্বের শক্তিশালী যুদ্ধজাহাজগুলিকে মাত করে দেওয়ার ক্ষমতা রাখে এই জাহাজ। আসুন জেনে নিই এর ক্ষমতা সম্পর্কে কিছু তথ্য।

Wednesday, 14 September 2016

105-year-old made Swachh Bharat Abhiyan mascot

স্বচ্ছ ভারত অভিযানের ‘ম্যাসকট’ ১০৫ বছরের কুনওয়ার বাঈ:

তাঁর পা ছুঁয়ে প্রণাম করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী৷ করবেন নাই বা কেন! স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে তিনি যে ভূমিকা নিয়েছিলেন সারা দেশের কাছে তা স্মরণীয়৷

Tuesday, 6 September 2016

Priyanka, Miss World Japan

এ এক অন্য উড়ানের গল্প। কিন্তু উড়ানের সঙ্গেই জড়িয়ে গেল বিতর্ক।
যাঁকে নিয়ে গল্প তিনি প্রিয়ঙ্কা। প্রিয়ঙ্কা ওশিকাওয়া। গত সোমবার মিস জাপানের খেতাব জিতেছেন এই ভারতীয় বংশোদ্ভূত। আর তাতেই খেপেছেন জাপানের একটা বড় অংশ।

Friday, 2 September 2016

Important provisions of the Governor of India

রাজ্যপাল সম্বন্ধীয় সংবিধানের ধারাগুলি
Ø  ধারা ১৫৩: রাজ্যপালের দায়িত্ব ও কর্তব্য
Ø  ধারা ১৫৪: রাজ্যপালের প্রশাসনিক ক্ষমতা
Ø  ধারা ১৫৫: রাজ্যপালের নিযুক্তি

India Has a New Plan to Attract Foreign Investors

বিদেশিরা এ দেশে ১০ কোটি বিনিয়োগ করলেই হবেন ভারতীয়
যে সব বিদেশি দেশে অন্তত ১০ কোটি টাকার বিনিয়োগ করবেন তারে হাতে পেয়ে যাবেন রেসিডেন্সি স্টেটাস।তাছাড়াও সহজেই পাওয়া যাবে ভিসা এবং পরিবারের সদ্যসরা

Wednesday, 31 August 2016

Sindhu, Sakshi and Dipa conferred Rajiv Gandhi Khel Ratna

রাষ্ট্রপতির হাত থেকে খেলরত্ন দীপা-সিন্ধু-সাক্ষীদের
তিন কন্যের অলিম্পিক্স গরিমায় এখনও মোহিত গোটা দেশ। আর তার রেশ মিটতে না মিটতেই দেশের সর্বোচ্চ ক্রীডাসম্মান এল দীপা-সিন্ধু-সাক্ষীদের ঝুলিতে। সোমবার রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাজীব গাঁধী খেলরত্ন

Tuesday, 30 August 2016

Important provisions of the President of India

রাষ্ট্রপতির সঙ্গে সম্বন্ধীয় গুরুত্বপূর্ন ধারাগুলি
·         ধারা  ৫৩     :  রাস্ট্রপতিকে প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে৷
·         ধারা ৫৪     : রাস্ট্রপতি নির্বাচন৷
·         ধারা ৫৫     : রাস্ট্রপতি নির্বাচনের পদ্ধতি৷

Friday, 26 August 2016

Mughal rulers at a glance

এক নজরে মুঘল শাসকেরা
·         জহিরুদ্দিন বাবর (১৫২৬-১৫৩০)         
·         নাসিরউদ্দিন হুমায়ন (১৫৩০-১৫৪০)
·         নাসিরউদ্দিন হুমায়ন (১৫৫৫-১৫৫৬)

Saturday, 20 August 2016

Lakes in India

হ্রদ
রাজ্য
উলার লেক
জম্মু ও কাশ্মীর
লোনার
মহারাষ্ট্র
কোলেরু
অন্ধ্রপ্রদেশ

Books written about the freedom struggle



                  গ্রন্থ
 লেখক
গনদেবতা
তারাশঙ্কর বন্দোপাধ্যায়
ফিলোজফি অফ্‌ দ্য বম্ব
ভগবতী চরণ ঘোরা
হোয়াই সোস্যালিজম্‌
জয়প্রকাশ নারায়ণ

Friday, 19 August 2016

Industrial place in India

শিল্প ও সম্বন্ধীয় স্থান
আগ্রা
পাথর, চর্ম, কার্পেট, মার্বেল
আহমেদাবাদ
সুতিবস্ত্র
আলিগড়
কাটলারি,তালা,ও ডেয়ারী
আম্বালা
আধুনিক যন্ত্রপাতি

Wednesday, 17 August 2016

Important places and river


স্থান
রাজ্য
নদী
আগ্রা
উত্তরপ্রদেশ
যমুনা
আহমেদাবাদ
গুজরাট
সবরমতী
এলাহাবাদ
উত্তরপ্রদেশ
গঙ্গা,যমুনা,সরস্বতীর সংযোগস্থল

Friday, 12 August 2016

China is going to overtake the train at all times , launched in September

বিশ্বের সবচেয়ে দ্রুত গতির ট্রেন ছুটবে এ বার চিনে। যার গতি হবে ঘণ্টায় ৩৮০ কিলোমিটার। সেপ্টেম্বরেই চিনে

Sunday, 7 August 2016

Hiroshima Day

ফের একবার পরমাণু অস্ত্র মুক্ত পৃথিবীর আবেদন জানালেন হিরোশিমা মেয়র। শনিবার জাপানের হিরোশিমা শহরে পরমাণু বিস্ফোরণের ৭১ বছর পূর্ণ হল। এই ঐতিহাসিক দিনে বিশ্বজুড়ে শান্তির বার্তা দেওয়া হল। মাসখানেক আগেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হিরোশিমা পরিদর্শনে এসেছিলেন এবং নিহতদের শ্রদ্ধা জানিয়েছিলেন। এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট জাপানের এই শহর পরিদর্শনে আসেন। তাই এবারের ‘হিরোশিমা দিবস’-এর গুরুত্ব একটু অন্য রকম ছিল। এদিনের অনুষ্ঠানে

Wednesday, 3 August 2016

Books and Authors

1) পবনদূত - ধোয়ী ।
2) হর্ষচরিত - বাণভট্ট ।
3) রঘুবংশম্ - কালিদাস ।
4) দেবীচন্দ্রগুপ্তম্ - বিশাখদত্ত ।
5) এলাহাবাদ প্রশস্তি - হরিসেন ।

Tuesday, 2 August 2016

COMPUTER CAPSULE

কম্পিউটার সম্পর্কিত জ্ঞান--Computer Questions & Ans .
---------------------------------------------------------------------

১। কোনটি আউটপুট ডিভাইস।–মনিটর।
.
২। কম্পিউটারে সকল ডাটা ও প্রোগ্রাম সংরক্ষণ করে-মেমরি।
.
৩। একটি প্রিন্টারের আউটপুট এর মান পরিমাপ করা হয়-Dot per inch(DPI)
.
৪। ‘INF’ কোন ধরনের ফাইল? - সিস্টেম ফাইল।

Bengali GK booster

@এশিয়ার সবচেয়ে বড় দ্বীপ --
→ বোর্নিও (ইন্দোনেশিয়া)।
@সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত --
→আটলান্টিক মহাসাগরে।
@রাশিয়া ও জাপানের বিরোধপূর্ণ দ্বীপ --
→ কুড়িল।
@ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ
দ্বীপ --
→ ফকল্যান্ড।
@আন্দিজ পর্বতমালা অবস্থিত --
→ দক্ষিণ আমেরিকা।
@ফুজিয়ামা আগ্নেয়গিরী অবস্থিত --
→জাপান।

Friday, 15 April 2016

How Baking Soda Can Prolong The Life Of Your Mattress

How Baking Soda Can Prolong The Life Of Your Mattress

Mattresses are often neglected when it comes to keeping them clean and hygienic, which is pretty surprising considering that we spend such a long time sleeping on them. Experts recommend buying a new mattress after about ten years of use, but the problem of keeping them fresh and sweet smelling, especially when the average human loses approximately half a pint of fluid each night - and taking into account the dust caused by the natural loss of skin cells and hair - is something that it is well worth giving some thought to. Here are four inexpensive tips that will help you to keep your mattress in tip-top condition: 


1. Vacuum with Baking Soda
Baking soda is a natural deodorizer that is highly effective at absorbing unpleasant smells. Sprinkle baking soda over the top of the mattress using a sieve for even distribution and leave for twenty minutes. You could add an essential oil, such as lemon or eucalyptus, for an extra sensory bonus!

Monday, 11 April 2016

Why Saudi Arabia has given its topmost award to Mr. Narendra Modi?

Why Saudi Arabia has given its topmost award to Mr. Narendra Modi?

1. King Salman bin Abdul Aziz conferred the Kingdom’s highest civilian award Order of Abdulaziz al Saud  on Prime Minister Narendra Modi. This was historic moment for India as a nation and proves Shri modi as world leader.

2. He is fourth Indian Prime Minister to visit Saudi Arabia after Manmohan Singh in 2010, Indira Gandhi in 1982 and Jawaharlal Nehru in 1956.
3. SAUDIS HAVE NOT GIVEN THIS AWARD TO EVEN MR JAWAHAR LAL NEHRU WHO IS CONSIDERED ARCHITECT OF INDIAN FOREIGN POLICY.
4. AND INDIAN MEDIA HAS MISSED THIS PROUD MOVEMENT AGAIN DUE TO THEIR IGNORANCE.

Friday, 8 April 2016

Do-you-Know-that-while-purchasing-a-Memory-Card-you-must-know-its-Class-KICA-NEWS-to-USE

Do-you-Know-that-while-purchasing-a-Memory-Card-you-must-know-its-Class-KICA-NEWS-to-USE


The high capacity microSD, aka microSDHC, are those microSD cards with capacities in excess of 2 gigabytes that adhere to the SD Association's standard for high capacity cards. What does the Class Rating mean? What does that "C" with a 4, 6, 10 or 2 inside it signify? 
The class refers to the data transmission speed (DTS) of the card, its ability to accept and send information from the device in which it is installed. If you know how quickly a device can read and write to the card you can more closely match the card to it. There is no sense in putting a Class 6 card in a device that writes so slowly that a Class 2 card is sitting there twiddling its virtual thumbs waiting for bits.

As a rule of thumb the class of a card is the sustained data transfer speed (DTS) in Megabytes per second (MBS)
CLASS 2 = 2 Megabytes per Second
CLASS 4 = 4 Megabytes per Second
CLASS 6 = 6 Megabytes per Second
CLASS 10 = 10 Megabytes per Second

Tuesday, 5 April 2016

SBI-State-Bank-of-India-Clerical-Posts-17000-Most-Awaited-Online-Exam-by-KICA-at-1-Rupees-Per-Set

SBI-State-Bank-of-India-Clerical-Posts-17000-Most-Awaited-Online-Exam-by-KICA-at-1-Rupees-Per-Set

Finally There is an Official Notification for Clerical Posts by State Bank of India-SBI. More then 17000+ posts. Application starts from 05 April 2016 and will end on 25 April 2016... Most awaited vacancy... Do not miss this chance...Advertisement No. CRPD/CR/2016-17/01
https://www.sbi.co.in/portal/web/home/careers-with-us


Prepare Any Exam @Rs.1/- Set

Saturday, 2 April 2016

News-at-a-Glance-for-all-Competitive-Exams-01-04-2016

News-at-a-Glance-for-all-Competitive-Exams-01-04-2016

Appointment
  • Bosch announced appointment of Vijay Pandey as Regional President of theAutomotive Aftermarket division of Bosch India, withadditional responsibility of SAARC region as well. Prior to this, Pandey was responsible for the businessof Power Tools in India and the SAARC region.
  • Buckling under pressure over the repeated leakage of the II PU chemistry question papers, the State government on Friday night removed Pallavi Akurathi and posted Rame Gowda as Director of the Department of Pre-University Education (DPUE) ahead of the re-examination on April 12.

News-at-a-Glance-for-all-Competitive-Exams-01-04-2016

News-at-a-Glance-for-all-Competitive-Exams-01-04-2016

Appointment
  • Bosch announced appointment of Vijay Pandey as Regional President of theAutomotive Aftermarket division of Bosch India, withadditional responsibility of SAARC region as well. Prior to this, Pandey was responsible for the businessof Power Tools in India and the SAARC region.
  • Buckling under pressure over the repeated leakage of the II PU chemistry question papers, the State government on Friday night removed Pallavi Akurathi and posted Rame Gowda as Director of the Department of Pre-University Education (DPUE) ahead of the re-examination on April 12.